বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা।
জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম মাতৃভাষা। এই বাংলা ভাষারই একটি বই “মহাবিশ্বের মহাকাশ ফাড়ি” প্রথমবারের মত ঘুরে বেড়িয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে!
আজকের এই দিনটা রাজউক কলেজের ইতিহাসে অত্যন্ত আনন্দের ও স্মরণীয় দিন। কেননা আজ ৩১ মে, ২০২৩ রাজউক কলেজের গর্ব, বইটির লেখক শাহ জালাল জোনাক, রাজউক কলেজ সায়েন্স ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠানে বইটির একটি কপি মাননীয় অধ্যক্ষ স্যারের হাতে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন রাজউক কলেজের সম্মানিত উপাধ্যক্ষবৃন্দ, সায়েন্স ক্লাবের ওআইসি ও অন্যান্য সদস্যবৃন্দ।